ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

স্ত্রী-কন্যাসহ করোনায় আক্রান্ত গাজীপুর পুলিশ কমিশনার

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, তার স্ত্রী ও দুই মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা গেছে। মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, করোনার লক্ষণ দেখা দিলে বৃহস্পতিবার ঢাকার আইডিসিআরে কমিশনার এবং তার স্ত্রী ও দুই মেয়ের নমুনা পরীক্ষায় দেওয়া হয়। শুক্রবার ওই পরীক্ষার ফলাফলে তাদের নমুনায় করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তারা বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।


গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে ১৯৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছে ৩২ জনের। এ পর্যন্ত গাজীপুরে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬২৩ জন, মোট করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ২৩২ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১২৬ জন। 


গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১ হাজার ৪৮২ জন এবং মোট টিকা নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন।

ads

Our Facebook Page